আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেছে। এবার আস্তে আস্তে মুখ খুলছেন কোচ গৌতম গম্ভীর। বেশ কিছু ক্রিকেটারের নির্বাচন নিয়ে গুরু গম্ভীরকেও সমালোচনা শুনতে হয়েছে। এমনকী ব্যাটিং অর্ডার নিয়েও সমালোচনা কম হয়নি। ভক্তরা ঋষভ পন্থের বদলে রাহুলকে উইকেটকিপিং করানোয় বেজায় অখুশি। এমনকী হর্ষিত রানাকেও প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি ক্রিকেট ভক্তদের একাংশের। যার জবাব দিলেন গম্ভীর। বলেই দিলেন, তাতে কিছুই যায় আসে না। গম্ভীরের কথায়, ‘‌এগুলো নিয়ে ভাবিই না। অত্যন্ত সৎভাবে বলছি। আমার কাজ ১৪০ কোটি ভারতবাসী এবং ড্রেসিংরুমে থাকা আমার ক্রিকেটারদের প্রতি সৎ থাকা। মানুষ এটা নিয়ে কী বলে, কীভাবে বলে, কেন বলে এটা নিয়ে আমি একদমই ভাবিত নই। পরোয়াই করি না। যদি নিজের কাজের প্রতি সৎ থাকি তাহলে শান্তিতে অন্তত ঘুমোতে পারব।’‌


অক্ষরকে ব্যাটিং অর্ডারে প্রোমোট করা হয়েছে। পাঁচ নম্বরে নামানো হচ্ছে। এটা নিয়ে গম্ভীরের মত, ‘‌দলের কথা ভেবেই এটা করা হচ্ছে। অক্ষরের যোগ্যতা সম্পর্কে ওয়াকিবহাল রয়েছি। পরিস্থিতি বুঝেই ওকে পাঁচে পাঠানো হচ্ছে। আর অক্ষর গুরুত্বপূর্ণ অবদানও রাখছে।’‌ এরপরই গম্ভীরের সংযোজন, ‘‌রাহুলকে বুঝেসুঝেই ছয় নম্বরে পাঠানো হচ্ছে। যাতে একটা দিক ধরে রাখতে পারে। তারপর হাত খুলতে পারে। রাহুলও সেই কাজটা ভালভাবেই করছে।’‌ শেষে তাঁর দাবি, ‘‌এই বিষয়গুলোর জন্যই দলের ব্যাটিং গভীরতা আরও বেড়েছে।’‌