আজকাল ওয়েবডেস্ক: হেডিংলিতে প্রথম টেস্টে ওপেন করবেন কে? রোহিত অবসর নিয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে যশস্বীর সঙ্গে ইনিংসের শুরুতে কাকে দেখা যাবে? দেশের প্রাক্তন ওপেনার রবীন উথাপ্পা মনে করছেন যশস্বীর সঙ্গে লোকেশ রাহুলেরই ওপেন করা উচিত। কারণ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রাহুল প্রথম ইনিংসে শতরান করেছিলেন। এছাড়াও একটি অর্ধশতরানের ইনিংসও ছিল।
রবীন উথাপ্পা তাই হেড কোচ গৌতম গম্ভীরের উদ্দেশে বলেছেন, যশস্বীর সঙ্গে ওপেন করুক রাহুল। তিনে তিনি চান সদ্য টেস্ট দলে সুযোগ পাওয়া সাই সুদর্শনকে। চারে পছন্দ গিল। আর পাঁচে করুণ নায়ার। উথাপ্পার মতে, ‘আমি চাই রাহুল ওপেন করুক যশস্বীর সঙ্গে। এতে ডানহাতি–বাঁহাতি কম্বিনেশনটা থাকবে। ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছে। অস্ট্রেলিয়াতেও খারাপ ব্যাটিং করেনি।’ এরপরই উথাপ্পার সংযোজন, ‘তিন নম্বরে সাই সুদর্শনকে দেখতে চাই। টেকনিক্যালি অনেক বেটার। প্রতিভা রয়েছে। টেস্টে সফল হওয়ার রসদ রয়েছে। চারে আসুক শুভমান। পাঁচে করুণ নায়ার। কারণ অভিজ্ঞতা দরকার।’
উথাপ্পা চান উইকেটকিপার ব্যাটার হিসেবে ঋষভ পন্থকে। আর একমাত্র স্পিনার হোক রবীন্দ্র জাদেজা। উথাপ্পার কথায়, ‘ছয়েই পন্থ বেটার। সাতে আসুক নীতীশ কুমার রেড্ডি। বোলিং অলরাউন্ডার। রেড্ডি থাকলে ব্যাটিং গভীরতা বাড়বে।’ এরপরই তিনি জানিয়েছেন, ‘আটে আসুক জাদেজা। ব্যাটিং গভীরতা আরও বাড়বে। নয় থেকে এগারোয় থাকুক তিন পেসার বুমরা, সিরাজ ও কৃষ্ণা।’ কুলদীপকে প্রথম একাদশে চাইছেন না উথাপ্পা।
উথাপ্পার পছন্দের দলটা এরকম: লোকেশ রাহুল, যশস্বী জয়েসওয়াল, সাই সুদর্শন, শুভমান গিল, করুণ নায়ার, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।
