আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফিতে হারের পর গৌতম গম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠে গেছে। সাপোর্ট স্টাফদের ভূমিকায় তো প্রাক্তনরা রীতিমতো বিরক্ত। সুনীল গাভাসকার, ইরফান পাঠানরা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন। নিশানায় রায়ান টেন ডশকাতে ও অভিষেক নায়ার। শনিবার বোর্ডের রিভিউ মিটিংয়ে এই দুই সাপোর্ট স্টাফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বোর্ডও।
বোর্ডের প্রশ্ন, কতগুলো টেস্ট খেলেছেন এই দুই ক্রিকেটার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড নাকি বলেছে, ‘একমাত্র মরনি মরকেল ছাড়া বাকি দুই সহকারী কোচের অভিজ্ঞতা ও কতগুলো টেস্ট খেলেছে তা তো আমরা জানি।’ এমনকী অস্ট্রেলিয়ায় ক্রমাগত বিরাট যখন অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন, তখন কেন সাপোর্ট স্টাফরা সাহায্য করেননি, এই প্রশ্ন তুলেছিলেন স্বয়ং সানি।
গাভাসকার জানিয়েছিলেন, ‘কোচেদের যোগ্যতা নিয়ে যথেষ্টই সন্দিহান। তবে গম্ভীর ও তাঁর সাপোর্ট স্টাফদের নিয়ে প্রশ্ন উঠবে। যেখানে দল শুধু হেরেই চলেছে। সেখানে সাপোর্ট স্টাফরা কী করছিল?’
সূত্রের খবর, বোর্ড নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই সাপোর্ট স্টাফদের নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে। সূত্রে দাবি করা হয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বোর্ড আর পরীক্ষায় যাবে না। কিন্তু টেস্ট সিরিজের আগে সাপোর্ট স্টাফদের পরিবর্তন করতে পারে বোর্ড।’ বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল ফল না হলে সাপোর্ট স্টাফদের উপর কোপ পড়তে পারে।
