আজকাল ওয়েবডেস্ক:‌ দল ফাইনালে। তবুও যেন খুশি হতে পারছেন না ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। কোথায় যেন একটা খামতি রয়ে গিয়েছে বলে মনে হচ্ছে গুরু গম্ভীরের। 


কী সেই খামতি?‌ গম্ভীর চাইছেন একটি ‘‌পারফেক্ট’‌ ম্যাচ। তাঁর আশা ফাইনালেই দল সেই পারফেক্ট গেমটা খেলবে। 


ভারত টুর্নামেন্টে এখনও অবধি অপরাজেয়। চার ম্যাচ খেলে চারটিতেই এসেছে জয়। কিন্তু কোথায় যেন একথা ‘‌না পাওয়া’‌ মনে হচ্ছে কোচের। গম্ভীরের কথায়, ‘‌আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই উন্নতির রাস্তায় থাকতে হয়। সব বক্সেই টিক দিয়ে ফেলেছি এমনটা কিন্তু নয়। তাই বলছি এখনও পারফেক্ট গেমটা খেলিনি। দলের পারফরম্যান্সে কখনই পুরো সন্তুষ্ট হতে পারি না।’‌ 


তাঁর আশা ফাইনালেই সেই পারফেক্ট গেমটা আসবে। গম্ভীরের কথায়, ‘‌এখনও একটা ম্যাচ বাকি রয়েছে। আশা করছি পারফেক্ট গেম হবে। তাই উন্নতির রাস্তায় থাকতে হবে। ক্রিকেট মাঠে যেমন নির্মম হতে চাই। মাঠের বাইরে আবার শান্ত থাকাটাও অভ্যাস করতে হবে।’‌ 


টুর্নামেন্টে ভারত কয়েকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। চার স্পিনারে খেলার পাশাপাশি অক্ষরকে পাঁচ নম্বরে ব্যাট করানো হচ্ছে। উইকেটকিপার রাহুল ছয় নম্বরে নামছেন। সবকটি সিদ্ধান্তই কিন্তু ফল দিয়েছে।