আজকাল ওয়েবডেস্ক:‌ নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারই নাকি চাননি হার্দিককে টি২০ অধিনায়ক হিসেবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, চোটপ্রবণ ও ধারাবাহিকতায় ভোগা হার্দিককে অধিনায়ক চাননি গম্ভীর। কিন্তু এখন শোনা যাচ্ছে, আগরকারই নাকি গম্ভীরের সঙ্গে আলোচনার পর খারিজ করেন হার্দিকের নাম।


টি২০ বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন হার্দিক। ছাপ রেখেছিলেন। কিন্তু আইপিএলে তিনি ছিলেন ডাহা ফেল। সূত্রের একাধিক খবরে জানা গিয়েছিল, গম্ভীর চেয়েছিলেন সূর্যকে। কারণ হার্দিকের ধারাবাহিকতা ও ফিটনেসে খুশি নন গম্ভীর। এবার পিটিআইয়ের সূত্র অনুযায়ী, ম্যাচ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণেই হার্দিককে নেতা করা হয়নি। আর একথা জানান স্বয়ং আগরকার।


এটা ঘটনা গম্ভীর কোচ হয়ে আসার পর হার্দিকের অধিনায়কত্ব পাওয়া প্রশ্নের মুখে ছিল। এখন শোনা যাচ্ছে আগরকারও খুশি ছিলেন না হার্দিকের ট্যাকটিকাল সিদ্ধান্তে। এখন প্রশ্ন নেতৃত্ব ফিরে পেতে হার্দিকের কী করণীয়?‌ শ্রীলঙ্কায় টি২০ সিরিজে ব্যাটে ও বলে চাই দুর্দান্ত পারফরম্যান্স। তাহলেই নির্বাচকরা ও কোচ আবার ভাবতে পারেন। না হলে সূর্যই থাকবেন ২০২৬ টি২০ বিশ্বকাপ অবধি অধিনায়ক। অবশ্য সেখানেও বাধা। কারণ সহ অধিনায়ক করা হয়েছে যে শুভমান গিলকে। তাই হার্দিকের লড়াই অত্যন্ত কঠিন।