আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হলেন প্রাক্তন ক্রিকেটার আমিনুল ইসলাম। ফারুক আহমেদের অপসারণের পর বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম শতরানকারী আমিনুলকে সভাপতি নিযুক্ত করা হল। ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলে। সেই দলের অধিনায়ক ছিলেন আমিনুল। যিনি ‘বুলবুল’ নামেই বেশি পরিচিত। দায়িত্ব পাওয়ার পর আমিনুল বলেছেন, ‘এটা আমার কাছে বিরাট সম্মান।’
অবসরের পর আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হয়ে ক্রিকেটে উন্নতির জন্য কাজ করে গেছেন ৫৭ বছরের বুলবুল।
এটা ঘটনা বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জন্য খেলাধুলাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার অপসারণের পর তাঁর ঘনিষ্ঠ নাজমুল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন থেকে দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। এবার তাঁকেও সরিয়ে দেওয়া হল।
শুক্রবারই বিসিবি’র ডিরেক্টররা আমিনুলকে বোর্ড সভাপতি নিযুক্ত করেন। তিনি অক্টোবর অবধি কাজ চালাবেন।
বাংলাদেশ ক্রিকেটের হাল এখন খুব খারাপ। সদ্য সংযুক্ত আরব আমিরশাহির কাছে টি২০ সিরিজ হেরেছে। এই কঠিন অবস্থায় সভাপতি হলেন বুলবুল।
