আজকাল ওয়েবডেস্ক: আদালতের দিকে তাকিয়ে রাজ্য সরকার। সোমবার বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‌‌আদালত যেভাবে চাইবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেভাবেই নিয়োগ।’‌ ২০১৬ এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এই বৈঠকে ছিলেন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন সহ রাজ্য শিক্ষা দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকরা। ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ‌। 
গত শনিবার তাঁদের এই আন্দোলন ১০০০ দিনে পা দেয়। ওইদিন মস্তক মুন্ডন করেন আন্দোলনরত চাকরিপ্রার্থী রাসমণি পাত্র ও আরেক আন্দোলনকারী। এদিন রাসমণি বলেন, কোথায় জট বা কোথায় সমস্যা সেটা আমরা জানতে চেয়েছি এবং জানতে পেরেছি। আশা করা যায় দ্রুত নিয়োগ হবে। রাসমণিদের আশা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে তাঁরা দ্রুত স্কুলে ফিরতে পারবেন। 
এদিন কুণাল বলেন, আইনি জটে আটকে আছে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক দু’‌জনেই চান জটিলতা কাটুক। আশা করা যায় জটিলতা কাটবে। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, অনেকেই চায় ধর্না মঞ্চ থাকুক। জট পাকানোর জন্য কিছু শকুনি বসে আছে। 
সোমবারের এই বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, ‘‌মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই ছেলেমেয়েদের সঙ্গে ছিলেন। আইনি জটিলতার জন্য আদালতের নির্দেশে আমরা নিয়োগ দেব বলেছিলাম। আশা করা যায় এই জট ও জটিলতা দ্রুত কাটবে। আদালত যেভাবে চাইবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেভাবেই নিয়োগ।’‌