আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় পৌঁছে অনুশীলন শুরু করে দিল টিম ইন্ডিয়া। সোমবারই অস্ট্রেলিয়া চলে গিয়েছে ভারতীয় দলের একটি ব্যাচ। সেই দলে রয়েছেন যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্থরা। তাঁরা পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। রান পাননি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। যা নিয়ে সমালোচনা চলছে সর্বত্র। আর তাই অস্ট্রেলিয়ায় গিয়ে সময় নষ্ট না করে অনুশীলনেও নেমে পড়েছেন তাঁরা। এদিকে, যশস্বীদের অনুশীলন করতে দেখা গেলেও দেখা যায়নি বিরাটকে। তিনিও অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। সঙ্গে গিয়েছে তাঁর পরিবারও।
ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে খেলেছে ভারত। সেখান থেকে এসে পেস সহায়ক পিচে খেলতে নামবে তারা। কোনও প্রস্তুতি ম্যাচও খেলবে না। প্রথমে ঠিক ছিল ভারত এ দলের বিরুদ্ধে পার্থে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়। তার বদলে নিজেদের মধ্যে নেটে অনুশীলন করবে ভারত। এদিকে শোনা যাচ্ছে পার্থের পিচে বাউন্স থাকবে। সঙ্গে গতি। যা টিম ইন্ডিয়ার জন্য অশনি সংকেত।
এদিন পার্থের ওয়াকা গ্রাউন্ডেই অনুশীলন করতে দেখা গেছে টিম ইন্ডিয়াকে। তবে অনুশীলনে মিডিয়া বা সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। ভারতীয় দলের অনুশীলনের সময় গ্রাউন্ড স্টাফদের ফোন ব্যবহার করতেও দেওয়া হয়নি।
বিরাট না থাকলেও নেটে যশস্বী ও পন্থকে ব্যাট করতে দেখা গেছে। লোকেশ রাহুলও ছিলেন।
