আজকাল ওয়েবডেস্ক: তিনি ৭৬ রান করলেও দল ইনিংসে হেরেছে। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৩২ রানে হার ভারতের। দ্বিতীয় ইনিংসে একা লড়েছেন বিরাট কোহলি। দলের ১৩১ রানের মধ্যে তারই সংগ্রহ ৭৬।
প্রথম টেস্টে ভারত হারলেও এক অনন্য নজির গড়েছেন বিরাট। সরকারি হিসেবে ১৮৭৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার পর এই নজির আর কোনও ব্যাটসম্যান গড়তে পারেননি। তা হল সাতটি বিভিন্ন ক্যালেন্ডার ইয়ারে ২০০০ রান স্পর্শ করেছেন বিরাট। প্রথমবার এক ক্যালেন্ডার ইয়ারে তিনি ২০০০ রান স্পর্শ করেছিলেন ২০১২ সালে। সেবার করেছিলেন ২১৮৬ রান। এরপর ২০১৪ সালে ২২৮৬ রান। ২০১৬ সালে করেন ২৫৯৫ রান। ২০১৭ সালে করেন ২৮১৮ রান। ২০১৮ সালে করেন ২৭৩৫ রান। আর ২০১৯ সালে করেছিলেন ২৪৫৫ রান। অর্থাৎ টানা চারটি ক্যালেন্ডার ইয়ারে বিরাট ২০০০ এর বেশি রান করেছিলেন। আর সবমিলিয়ে কেরিয়ারে এখনও অবধি করলেন সাতটি বিভিন্ন ক্যালেন্ডার ইয়ারে ২০০০ এর বেশি রান।
প্রথম টেস্টে ভারত হারলেও এক অনন্য নজির গড়েছেন বিরাট। সরকারি হিসেবে ১৮৭৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার পর এই নজির আর কোনও ব্যাটসম্যান গড়তে পারেননি। তা হল সাতটি বিভিন্ন ক্যালেন্ডার ইয়ারে ২০০০ রান স্পর্শ করেছেন বিরাট। প্রথমবার এক ক্যালেন্ডার ইয়ারে তিনি ২০০০ রান স্পর্শ করেছিলেন ২০১২ সালে। সেবার করেছিলেন ২১৮৬ রান। এরপর ২০১৪ সালে ২২৮৬ রান। ২০১৬ সালে করেন ২৫৯৫ রান। ২০১৭ সালে করেন ২৮১৮ রান। ২০১৮ সালে করেন ২৭৩৫ রান। আর ২০১৯ সালে করেছিলেন ২৪৫৫ রান। অর্থাৎ টানা চারটি ক্যালেন্ডার ইয়ারে বিরাট ২০০০ এর বেশি রান করেছিলেন। আর সবমিলিয়ে কেরিয়ারে এখনও অবধি করলেন সাতটি বিভিন্ন ক্যালেন্ডার ইয়ারে ২০০০ এর বেশি রান।
