‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ফিফার বর্ষসেরা একাদশের জন্য মনোনয়ন পেলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২৩ জনের প্রাথমিক তালিকায় আছেন এই দুই তারকা। করিম বেনজেমার নামও রয়েছে তালিকায়। 
ফিফা বর্ষসেরা একাদশের জন্য প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বুধবার। যেখানে ২৮ হাজারেরও বেশি পেশাদার ফুটবলার ভোট দিয়েছেন। ১৫ জানুয়ারি লন্ডনে ঘোষণা হবে সেরা একাদশ। 
২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড:‌
গোলকিপার:‌ থিওবোল্ট কুর্তোয়া, এডারসন, এমিলিয়ানো মার্তিনেজ
ডিফেন্ডার:‌ রুবেন দিয়াজ, ফান ডাইক, এদার মিলিতাও, রুডিগার, জন স্টোন্স, কাইল ওয়াকার, 
মিডফিল্ডার:‌ জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, ইকে গুন্দোগান, লুকা মদ্রিচ, রদ্রি, বের্নার্দো সিলভা, ফেদেরিকো ভালভার্দে
ফরোয়ার্ড:‌ মেসি, রোনাল্ডো, করিম বেনজেমা, হালান্ড, হ্যারি কেন, এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র।