আজকাল ওয়েবডেস্ক: চীন, জাপানের পর এবার রাশিয়াও জন্মহার বাড়ানোর দিকে জোর দিচ্ছে। রাশিয়ার কারেলিয়া প্রদেশের তরফে ঘোষণা করা হয়েছে, ২৫ অনূর্ধ্ব কলেজ পড়ুয়া তরুণীরা সুস্থ ও সবল সন্তানের জন্ম দিলেই পাবেন ভারতীয় মুদ্রায় ৮১ হাজার টাকা।
রাশিয়ার তরুণীদের পরিবার বাড়ানোর ক্ষেত্রে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, ওই তরুণীর বয়স ২৫ এর মধ্যে হতে হবে। এবং স্থানীয় কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হতে হবে। আর কারেলিয়ার বাসিন্দা হতে হবে।
নিয়মে একটা কথা স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। সন্তান সুস্থ ও সবল না হলে কিন্তু টাকা মিলবে না। মৃত সন্তানের জন্ম দিলে টাকা তো কোনওভাবেই মিলবে না। তবে কোনও শারীরিক সমস্যায় জন্মের কয়েক মাস পর মৃত্যু হলে টাকা ফেরত নিয়ে নেওয়া হবে কিনা তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। প্রতিবন্ধী হলে টাকা দেওয়া বা ফেরতের বিষয়েও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
আর সুস্থ ও সবল শিশুদের ভালভাবে বড় করে তোলার জন্য আগামীতে বোনাস বা ইনসেনটিভ কিছু দেওয়া হবে কিনা তা নিয়েও কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, রাশিয়ায় জন্মহার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ২০২৪ সালে জন্ম নিয়েছিল ৫ লক্ষ ৯৯ হাজার ৬০০ শিশু। যা ২০২৩ সালের থেকে ১৬ হাজার কম। এই পরিস্থিতিতে রাশিয়ার একাধিক প্রদেশে তরুণীদের জন্য এই লোভনীয় প্রস্তাব নিয়ে আসা হয়েছে। কারেলিয়া ছাড়াও আরও অন্তত ১১ প্রদেশ এই নিয়ম বলবৎ করা হবে শীঘ্রই।
