আজকাল ওয়েবডেস্ক: মাদক তদন্তে অভিযুক্ত হওয়ার পর একই সময়ে দুই কয়েদির সঙ্গি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলার অভিযোগে এক মহিলা কারা আধিকারিককে বিচারের মুখোমুখি হতে হবে।
শুক্রবার ২৩ বছর বয়সী ইসাবেল ডেলকে আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে বন্দির সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ইসাবেলের বিরুদ্ধে কেন্টের এইচএমপি সোয়ালেসাইড জেলে মাদক পাচারের পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে।এই জেলেই তাঁর প্রেমিক শাহিদ শরিফকে মারধর করার অভিযোগ রয়েছে।
একই সময়ে তাঁর বিরুদ্ধে অপর প্রেমিক ২৮ বছর বয়সী কনর মানির সঙ্গে সম্পর্কে জড়িত থাকার অভিযোগও রয়েছে। ডেল সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে হাজির করানো হয়েছিল। ব্যক্তিগত সম্পর্কের কারণে একটি সরকারি পদের অপব্যবহারের দু’টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাঁকে।
প্রথম অভিযোগে অভিযোগে বলা হয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে এবং যুক্তিসঙ্গত কারণ ছাড়াই শাহিদ শরিফ নামে একজন বন্দির সঙ্গে অনুপযুক্ত যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এর ফলে একজন সরকারি অফিসার জনসাধারণের আস্থার অপব্যবহার করেছেন।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালের মধ্যে কনরের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন ইসাবেল। কনর ১৪৭ মাইল গতিবেগে গাড়ি চালিয়ে মারাত্মক দুর্ঘটনায় অভিযুক্ত। সেই দুর্ঘটনায় তাঁর সবচেয়ে ভাল বন্ধুর মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর জন্য কনরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তিনি নয় বছরের সাজায় জেলে ছিলেন।
পোর্টসমাউথের বাসিন্দা ডেলের বিরুদ্ধে শরিফ, লিলিয়া স্যালিস এবং অপরিচিত অন্যান্যদের সঙ্গে মিলে জেলের মধ্যে মাদক আনার ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। আগামী ৬ জুন এই মামলার শুনানি রয়েছে। শুক্রবার সেই মামলায় তিনি অগ্রিম জামিন নিয়েছেন। বিচারক জাস্টিন কোল ২০২৫ সালের ২১ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করেছেন। যা দুই থেকে তিন সপ্তাহ চলতে পারে। শরিফ এবং স্যালিসের বিরুদ্ধেও মাদক মামলায় অভিযুক্ত ঘোষণা করা হয়েছে। তাঁদের মামলারও ওই সময়ই শুনানি হবে।
