আজকাল ওয়েবডেস্ক: নেতৃত্ব হারানোর ভয় পাচ্ছেন সূর্যকুমার যাদব। শুভমান গিলের জন্য। টেস্টের পাশাপাশি এখন একদিনের ক্রিকেটেও ভারতের অধিনায়ক শুভমান। আর এতেই ভয় পেয়ে গিয়েছেন সূর্য। এবার হয়ত টি–টোয়েন্টি ফর্মাটেও গিলকে অধিনায়ক করে দেওয়া হবে।
এক সর্বভারতীয় সংবাদপত্রের অনুষ্ঠানে সূর্য জানিয়েছেন, গিলের জন্য তিনি রীতিমতো অধিনায়কত্ব হারানোর ভয় পাচ্ছেন। তাঁর আশঙ্কা, টি–টোয়েন্টির অধিনায়কত্ব না চলে যায়। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, এই ভয় তাঁকে আরও ভাল খেলার জন্য অনুপ্রাণিত করে। জানান, শুভমানের উন্নতিতে তিনি খুশি।
শুভমানের অধিনায়ক হওয়া নিয়ে সূর্য বলেছেন, ‘মিথ্যা বলব না, আমি ভীত। ওর জন্য দলের সবাই একটা ভয় অনুভব করে। কিন্তু, এই ভয়টাই অনুপ্রাণিত করে।’ সূর্য আরও যোগ করেছেন, ‘মাঠে এবং মাঠের বাইরে আমার আর ওর মধ্যে দারুণ বন্ধুত্ব। আমি জানি ও কেমন ক্রিকেটার এবং মানুষ হিসাবেই বা কেমন। তাই এটা (শুভমানের অধিনায়ক হওয়া) আমাকে ভাল খেলতে উৎসাহিত করে। ও যে দুটো ফরম্যাটে অধিনায়ক হয়েছে, তার জন্য আমি খুশি।’
চলতি বছরের শুরুতে রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর শুভমানকে ভারতের লাল বলের ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়। অধিনায়ক শুভমানের প্রথম পরীক্ষা ছিল ইংল্যান্ডে। সেখানে ব্যাট হাতে এবং নেতৃত্ব দিয়ে তিনি সফল। কোচ গৌতম গম্ভীরও কিছুদিন আগেই বলেছিলেন, ইংল্যান্ড সফরটাই শুভমানের কঠিনতম পরীক্ষা ছিল। সেখানে তিনি সসম্মানে উত্তীর্ণ।
আরও পড়ুন: সিরিজ শুরুর আগেই রোহিত–বিরাটকে নিয়ে বড় বার্তা দিলেন আগরকার, যা বললেন তাতে ভিরমি খাবেন ...
এরপর চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের একদিনের দল ঘোষণা করা হয়। সেখানে রোহিত শর্মা দলে থাকলেও তাঁর জায়গায় শুভমানকে একদিনের দলের দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে, আন্তর্জাতিক কেরিয়ার একটু দেরিতে শুরু হয়েছে সূর্যর। কিন্তু দ্রুত নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা ওই ফরম্যাট থেকে অবসর নেওয়ায় সূর্যর উপর নেতৃত্বের ভার এসে পড়ে। আর সেটা সাফল্যের সঙ্গে পালন করছেন সূর্য। এশিয়া কাপও জিতেছেন। অন্যদিকে শুভমান গিলকে আচমকাই টি–টোয়েন্টির সহ–অধিনায়ক করা হয়েছে। মনে করা হচ্ছে, টি–টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কও করা হতে পারে গিলকে।
