আজকাল ওয়েবডেস্ক:‌ লর্ডসের পিচে গতি ও বাউন্স চাইছে ইংল্যান্ড। চাই সিমিং উইকেট। এজবাস্টন টেস্টে হারের পর এই আবদার করে ফেললেন স্বয়ং ইংরেজ কোচ ব্রেন্ডন ম্যাকালাম। 


এজবাস্টনের পাটা পিচে ভারতীয় ব্যাটাররা দুই ইনিংসে তুলেছে ১০১৪ রান। তার মধ্যে ভারত অধিনায়ক শুভমন গিল একাই করেছেন ৪৩০ রান। ইংল্যান্ডের বোলিংয়ের অবস্থাও ছিল তথৈবচ। আর তাই লর্ডসের জন্য সিমিং উইকেট চেয়ে বসলেন ইংরেজরা। ঠিক সেরকম যে উইকেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল। রাবাডা, কামিন্সরা যে উইকেটে আগুন ঝরিয়েছিলেন।


তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড ইতিমধ্যেই দলে ফিরিয়েছে গাস অ্যাটকিনসন ও জফ্রা আর্চারকে। সম্ভবত দু’‌জনেই লর্ডস টেস্টে খেলবেন। পেস বোলিংয়ে ধার বাড়াতে চাইছে ইংল্যান্ড। সঙ্গে পছন্দের সিমিং উইকেট। বল যেখানে মুভ করবে। 


প্রসঙ্গত, এজবাস্টনে হারের জন্য পাটা উইকেটকেই দায়ী করেছেন ম্যাকালাম। সঙ্গে জুড়েছেন টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নাকি বুমেরাং হয়ে গিয়েছে। ম্যাকালামের কথায়, ‘‌ঘরের মাঠের সুবিধা কে না নিতে চায়। লর্ডসের উইকেটে আরও বেশি পেস, বাউন্স চাইছি। সঙ্গে চাই মুভমেন্ট। মরা পিচ যেন না হয়।’‌ এরপরই ম্যাকালামের সংযোজন, ‘‌পরের টেস্টে হয়ত দলে বদল হবে। প্রথম দুই টেস্টে একই দল খেলেছে। কিন্তু এবার বদলটা দরকার। নইলে সিরিজটা আরও কঠিন হয়ে যাবে।’‌


আর তার জন্যই গাস অ্যাটকিনসনকে স্কোয়াডে রাখা হয়েছে। আছেন আর্চারও। তবে মার্ক উড চোটের জন্য এখনও বাইরে।