আজকাল ওয়েবডেস্ক: নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি সরে গেলেন ইডেনের পিচ কিউরেটর। কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে নাকি স্পিন সহায়ক উইকেট তৈরির কথা বলেছিলেন। কিন্তু তা মানতে চাননি সুজন মুখার্জি। এই বিষয় সামনে চলে আসার পর ব্যাপক সমালোচনা হয়েছে। এবার নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে সুজন বলে দিলেন, ‘কেকেআরের কোনও কর্তা বা ক্রিকেটার এরকম কোনও অনুরোধ করেনি। অন্তত প্রথম ম্যাচের আগে। কোচ একবার জিজ্ঞাসা করেছিলেন উইকেট কেমন আচরণ করবে। আমি বলেছিলাম স্পিনও হবে আবার রানও থাকবে।’
সুজনের আরও দাবি, কেকেআরের প্রতিটি ক্রিকেটারের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক রয়েছে। এমনকী তিনি বলেছেন, বিসিসিআইয়ের গাইডলাইন মেনেই উইকেট তৈরি করা হয়েছে। সুজনের কথায়, ‘কেকেআরের কোনও কথাতেই কখনও না করিনি। দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে। বোর্ডের গাইডলাইন মেনেই উইকেট তৈরি করা হয়েছে। তাই যারা অভিযোগ করছেন, না জেনেই করছেন।’
প্রসঙ্গত, আরসিবির কাছে হারের পর রাহানে জানিয়েছিলেন, ‘উইকেট স্পিন সহায়ক হলে বোলাররা আরও একটু সুবিধা পেত। তবে আমাদের স্পিনাররা যে কোনও উইকেটে ভাল বোলিং করার ক্ষমতা রাখে।’
এরপরই সুজন মুখার্জি বলেছিলেন, ‘আইপিএলের নিয়ম বলছে উইকেট নিয়ে ফ্রাঞ্চাইজি কোনও মত প্রকাশ করতে পারে না। ইডেনের কিউরেটর হওয়ার পর এরকম উইকেটই তৈরি করে আসছি। অতীতেও উইকেট এমনই ছিল। কোনওকিছুই পরিবর্তন হয়নি। আগামীতেও হবে না।’ সুজন আরও বলেছিলেন, ‘আরসিবি স্পিনাররা তো উইকেট নিয়ে গেল।’
এবার বিতর্ক শুরু হতেই সাফাই দিলেন সুজন।
