‌আজকাল ওয়েবডেস্ক:‌ ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ পার্থ সরকার (ভজা)–কে ইডির তলব। বুধবারই তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। 
আদালতে সম্প্রতি পেশ করা চার্জশিটে ইডি দাবি করেছে, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত ছাত্রনেতা কুন্তল ঘোষ ও প্রাক্তন মন্ত্রী পার্থর মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে পার্থ সরকার ওরফে ভজা ছিলেন অন্যতম মিডলম্যান। ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি পার্থ সরকার ওরফে ভজার বিরুদ্ধে একাধিক তথ্য তাদের হাতে এসেছে। বুধবার সকালে তাই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ভজাকে তলব করেছে ইডি। ইডি সূত্রের দাবি, গত ১২ বছরের তাঁর সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের সমস্ত নথি সমেত পার্থ সরকারকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় এর আগে পার্থ সরকারকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদিকে ইডির দাবি, ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সঙ্গেও ভজার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পাশাপাশি এদিন ইডি তলব করেছে পার্থ ঘনিষ্ঠ আরও এক কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। প্রসঙ্গত, এর আগে দুই কাউন্সিলরের বাড়িতেই তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।