আজকাল ওয়েবডেস্ক: শাহজাহান শেখের পত্নীকে সোমবার সকাল থেকে রাত অবধি জেরা করেছে ইডি। ফের তাঁকে বুধবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। প্রসঙ্গত, ধৃত শাহজাহান শেখের বেআইনি কারবারের সন্ধান পেতে তাঁর স্ত্রী তসলিমা বিবিকে বারবার জিজ্ঞাসাবাদ করছে ইডি।
প্রসঙ্গত, শাহজাহানের স্ত্রী সন্দেশখালির সরবেরিয়াতে থাকেন। আদালতকে একসময় শাহজাহান জানিয়েছিলেন, স্ত্রীর অসুস্থতার জন্যই তিনি আদালতে হাজিরা দিতে পারছেন না। সেই স্ত্রী এবার এলেন প্রকাশ্যে। ইডির অনুমান, শাহজাহানের ব্যবসার অনেক গোপন কথাই জানতে পারেন স্ত্রী তসলিমা। তাই তাঁকে বারবার তলব। এই মর্মেই সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তসলিমাকে সিজিওতে জেরা করেন ইডির গোয়েন্দারা। সূত্রের খবর, তসলিমাকে শাহজাহানের মাদক ব্যবসা নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি একটিও জবাব দেননি। এদিকে, শাহজাহানের এক ব্যবসায়ী সহযোগী হাসানকেও তলব করেছে ইডি। জানা গেছে, শাহজাহানকে মাছের ব্যবসায় চিংড়ি মাছ জোগান দিতেন হাসান। শাহজাহানের ব্যবসার সন্ধানে এর আগে ধামাখালির মাছের বাজারে অভিযান চালিয়েছিল ইডি। সেই সূত্রেই হাসানকে ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, শাহজাহানের স্ত্রী সন্দেশখালির সরবেরিয়াতে থাকেন। আদালতকে একসময় শাহজাহান জানিয়েছিলেন, স্ত্রীর অসুস্থতার জন্যই তিনি আদালতে হাজিরা দিতে পারছেন না। সেই স্ত্রী এবার এলেন প্রকাশ্যে। ইডির অনুমান, শাহজাহানের ব্যবসার অনেক গোপন কথাই জানতে পারেন স্ত্রী তসলিমা। তাই তাঁকে বারবার তলব। এই মর্মেই সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তসলিমাকে সিজিওতে জেরা করেন ইডির গোয়েন্দারা। সূত্রের খবর, তসলিমাকে শাহজাহানের মাদক ব্যবসা নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি একটিও জবাব দেননি। এদিকে, শাহজাহানের এক ব্যবসায়ী সহযোগী হাসানকেও তলব করেছে ইডি। জানা গেছে, শাহজাহানকে মাছের ব্যবসায় চিংড়ি মাছ জোগান দিতেন হাসান। শাহজাহানের ব্যবসার সন্ধানে এর আগে ধামাখালির মাছের বাজারে অভিযান চালিয়েছিল ইডি। সেই সূত্রেই হাসানকে ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে।
