‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ সমাবর্তন অনুষ্ঠান থেকে ফেরার পথে সাপের কামড়ে প্রাণ গেল সদ্য এমবিবিএস পাস করা এক চিকিৎসকের। ভারতের তুমাকুরুর শ্রী সিদ্ধার্থ মেডিকেল কলেজে সমাবর্তন অনুষ্ঠান শেষে ঘরে ফেরার পথে তরুণ চিকিৎসক অদিত বালাকৃষ্ণানকে (‌২১)‌ সাপে কামড়ায়। প্রসঙ্গত,  সিদ্ধার্থ মেডিকেল কলেজটি বেঙ্গালুরু থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। গত বুধবার কলেজে সমাবর্তন অনুষ্ঠান থেকে ফেরার পথে রাত ১১টা নাগাদ অদিতকে সাপে কামড়ায়। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে তাঁর শরীরে সাপের কামড়ের চিহ্ন এবং রক্তে সাপের বিষ পাওয়া যায়।