আজকাল ওয়েবডেস্ক:‌ ২৪ গ্র‌্যান্ড স্লামের মালিক উইম্বলডনের শুরুটা চ্যাম্পিয়নের মতোই করলেন। সেন্টার কোর্টে মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে পুরুষদের সিঙ্গলসে জকোভিচ ৬–১, ৬–২, ৬–২ গেমে উড়িয়ে দেন চেক প্রজাতন্ত্রের ভিট কোপ্রিভাকে। দ্বিতীয় রাউন্ডে জকোভিচ বৃহস্পতিবার খেলবেন ব্রিটেনের জেকব ফার্নলের বিরুদ্ধে। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে স্পেনের জেসিকা বাউজেস মানেরিও অঘটন ঘটিয়েছেন। গতবারের চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের মারকেটা ভনদ্রৌসোভাকে হারিয়ে দিয়েছেন। খেলার ফল জেসিকার পক্ষে ৬–৪, ৬–২। গতবার অবাছাই হিসেবে উইম্বলডন জিতে চমকে দিয়েছিলেন ভনদ্রৌসোভা। এবার ষষ্ঠ বাছাই হয়ে খেলতে এসে প্রথম রাউন্ডেই তিনি হেরে গেলেন।