আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ডার–গাভাসকার ট্রফিতে হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডির নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে। কোচ গম্ভীরই এই দু’‌জনকে দলে নিয়েছেন। নির্বাচকদের অনিচ্ছা সত্ত্বেও। নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তো একেবারে সমালোচনা শুরু হয়েছে।


এই পরিস্থিতিতে দুই ক্রিকেটারের প্রশংসায় ভাসলেন গম্ভীর। বলে দিলেন, সুযোগ পেলে দুই ক্রিকেটারই নিজেদের সেরাটা তুলে ধরবেন। তবে শার্দূল ঠাকুরকে দলে না নেওয়ায় প্রশ্ন উঠেছে। তবে গম্ভীর জানিয়েছেন, ‘‌আমরা সামনের দিকে তাকাতে চাইছি।’‌ প্রসঙ্গত, এর আগের অস্ট্রেলিয়া সফরে শার্দূল দারুণ পারফর্ম করেছিলেন। বল হাতে উইকেট নিয়েছিলেন। অর্ধশতরানও ছিল। সিম বোলিং অলরাউন্ডার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় তিনি খেলেছেন।


এদিকে গম্ভীর বলে গিয়েছেন, ‘‌নীতীশ রেড্ডির দুরন্ত প্রতিভা। সুযোগ পেলে ও দলের জন্য ভাল করবে। অস্ট্রেলিয়া সফরের জন্য এটাই সেরা দল।’‌ হর্ষিত রানাকে নিয়ে গম্ভীরের পর্যবেক্ষণ, ‘‌দলে জোরে বোলার দরকার। তাই হর্ষিতকে নিয়ে যাচ্ছি। আশা করি ও আশাহত করবে না।’‌ 


প্রসঙ্গত, দুই আনক্যাপড হিসেবে রানা ও রেড্ডিকেই অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাচ্ছেন গম্ভীর।