আজকাল ওয়েবডেস্ক:‌ বাইপাসের ধারে প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। জানা গেছে জে ডবলু ম্যারিয়ট হোটেলের পেছনেই অবস্থিত এই প্লাস্টিকের গোডাউন। সেই গোডাউনেই এদিন দুপুরে আগুন লাগে। স্থানীয়রাই প্রথম আগুন নেভনোর কাজে হাত লাগান। এরপর ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। শেষ খবর পাওয়া অবধি আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।


জানা গেছে, কলকাতায় বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপা এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। বুধবার দুপুরে বাইপাসের ধারের এক প্লাস্টিকের কারখানার গোডাউনে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। স্থানীয়দের দাবি, কারখানার আশপাশের বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন আরও ছড়িয়ে পড়়ার আশঙ্কা করছেন স্থানীয়েরা।


স্থানীয়দের দাবি, বুধবার দুপুরে ধাপা এলাকার ওই কারখানার গোডাউনে প্রথমে আগুন লাগে। ওই গোডাউনে অনেক প্লাস্টিকজাত দ্রব্য মজুত ছিল। সেই থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। 

 

আরও পড়ুন:‌ বড় ধাক্কা ইংরেজ শিবিরে, ওভাল টেস্টে নেই স্টোকস


এরপরই ঘটনাস্থলে আসে দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। তবে আগুন নজরে আসার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। স্থানীয় এক পুকুর থেকে জল তুলে দেওয়া হয়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায়, তা ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতে। বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। কী ভাবে ওই গোডাউনে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 


প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে তিন বার বাইপাস লাগোয়া এলাকায় অগ্নিকাণ্ড ঘটল। গত ২৬ এপ্রিল ধাপার কাছে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়ে আগুন লেগে গিয়েছিল। দমকলের ১৫টি ইঞ্জিনের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগে গত ১৫ ফেব্রুয়ারি বাইপাসের ধারে আরুপোতায় একটি গ্যারেজে আগুন লেগেছিল। গ্যারাজে দাঁড় করানো একাধিক গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল ওই অগ্নিকাণ্ডে। ফেব্রুয়ারি মাসের ওই অগ্নিকাণ্ডের সময় আচমকা গ্যারাজ থেকে ধোঁয়া বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পর পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়েছিল।

 

আরও পড়ুন:‌ কেকেআর ছাড়তেই এই সাপোর্ট স্টাফকে তুলে নিল গোয়েঙ্কার লখনউ 


শেষ খবর পাওয়া অবধি বৃষ্টির জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে দমকলকর্মীদের। এই মুহূর্তে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। যদিও গুদামটি ছিল পরিত্যক্ত। তাই কেউ হতাহত হননি। জানা গেছে গোডাউনের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।