আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার। বাঁহাতি ব্যাটার আগেই জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার জার্সি গায়ে এটাই তাঁর শেষ টুর্নামেন্ট। যদিও আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওয়ার্নারের খেলার সম্ভাবনা একটা রয়েছে। যদিও তা খুব কম। দেশের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালে বিশ্বকাপ ফাইনাল। শেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালের শুরুতে পাকিস্তানের বিপক্ষে। এবার টি২০ ক্রিকেটেও দেশের হয়ে যাত্রা শেষ হল।
প্রসঙ্গত, দেশের হয়ে ১১০ টি২০ ম্যাচে ওয়ার্নার করেছেন ৩,২৭৭ রান। রয়েছে একটি শতরান ও ২৮টি অর্ধশতরান। আইপিএলেও দুর্দান্ত সফল এই ক্রিকেটার। সব মিলিয়ে টি২০ ক্রিকেটে ১০ হাজারের উপর রান রয়েছে ওয়ার্নারের। প্রাক্তন থেকে বর্তমান সতীর্থরা ওয়ার্নারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।
প্রসঙ্গত, দেশের হয়ে ১১০ টি২০ ম্যাচে ওয়ার্নার করেছেন ৩,২৭৭ রান। রয়েছে একটি শতরান ও ২৮টি অর্ধশতরান। আইপিএলেও দুর্দান্ত সফল এই ক্রিকেটার। সব মিলিয়ে টি২০ ক্রিকেটে ১০ হাজারের উপর রান রয়েছে ওয়ার্নারের। প্রাক্তন থেকে বর্তমান সতীর্থরা ওয়ার্নারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।
