আজকাল ওয়েবডেস্ক:‌ টস ভাগ্য চলতি সিরিজে সত্যি খারাপ যাচ্ছে রোহিত শর্মার। একমাত্র প্রথম টেস্টে টস জিতেছিলেন। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি। এবার পুণের পর মুম্বই টেস্টেও টস হারলেন রোহিত। আর কিউয়ি অধিনায়ক শুরুতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।


বুমরা অসুস্থ। তাই তিনি ওয়াংখেড়ে টেস্ট খেলছেন না। পরিবর্তে প্রথম একাদশে এসেছেন মহম্মদ সিরাজ। যদিও তৃতীয় টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি সিরাজ একটিও উইকেট পাননি। লাঞ্চ বিরতিতে নিউজিল্যান্ড তুলেছে ৯২/‌৩। ল্যাথাম, কনওয়ে ও রাচীন রবীন্দ্র আউট হয়েছেন। কিউয়ি ইনিংসে প্রথম ধস নামান বাংলার পেসার আকাশদীপ। ফেরান কনওয়েকে (‌৪)‌। ওয়াশিংটন সুন্দর পেয়েছেন দুই উইকেট। তাঁর শিকার ল্যাথাম (‌২৮)‌ ও রবীন্দ্র (‌৫)‌। খেলছেন উইল ইয়ং ও ড্যারিল মিচেল।


কিউয়িদের প্রথম একাদশেও দুটি বদল হয়েছে। ভারতের বিরুদ্ধে মুম্বই টেস্টে নেই টিম সাউদি এবং মিচেল স্যান্টনার। সেই জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট হেনরি এবং ইশ সোধিকে। প্রসঙ্গত, স্যান্টনার পুণে টেস্টে ভারতীয় ব্যাটিংকে ধসিয়ে দিয়েছিলেন। তাই স্যান্টনারের বাদ পড়াটা বেশ আশ্চর্যের। অবশ্য সিরিজ জিতে যাওয়ায় হয়ত কিউয়িরা ঝুঁকি নিল না। 


তিন টেস্টের সিরিজে কিউয়িরা এগিয়ে ২–০ ব্যবধানে। হোয়াইটওয়াশ রোখাই এখন টিম ইন্ডিয়ার লক্ষ্য।


পুনশ্চ:‌ কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেলের সঙ্গে উত্তপ্ত কথা বিনিময় পন্থের। উইকেটের পিছন থেকে বারবার চিৎকার করছিলেন পন্থ। যার প্রতিবাদ করেন মিচেল। পন্থও পাল্টা দেন। পরিস্থিতি সামলান রোহিত শর্মা।