আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সব ক্রিকেট খেলিয়ে দেশকে সাবধান করে দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন। ভারতের হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর। স্টেনের কথায়, গম্ভীরের আগ্রাসী মনোভাব ও ম্যাচ পড়তে পারার ক্ষমতা ভারতীয় দলকে অনেকটাই এগিয়ে দেবে। স্টেন বলেই দিয়েছেন, ‘গম্ভীরের বড় ভক্ত আমি। ওঁর আগ্রাসী মনোভাব দারুণ লাগে। আমি যে ক’জন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে খেলেছি, তার মধ্যে খুব কম ক্রিকেটারকেই চোখে চোখ রেখে কথা বলতে দেখেছি। তার মধ্যে গম্ভীর এক জন। এই মানসিকতা গম্ভীর ড্রেসিংরুমেও ঢুকিয়ে দেবে। মাঠে ও যতটা ভয়ঙ্কর। মাঠের বাইরে ততটাই ভদ্র। যখন খেলত, ছিল স্মার্ট ক্রিকেটার। কোচ হিসেবেও দারুণ স্মার্ট। ক্রিকেট বুদ্ধি ভয়ঙ্কর।’ গম্ভীর সম্পর্কে একই কথা বলেছেন আরেক দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জাক কালিস। তাঁর কথায়, ‘আগ্রাসী মনোভাবের পাশাপাশি গম্ভীরের ক্রিকেট বুদ্ধি প্রখর। ওর মধ্যে একটা আগুন রয়েছে। যেটা এখন কোচ হিসেবে দলের মধ্যে ছড়িয়ে দিতে পারবে।’ প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি আবার বলেছেন, ‘বুদ্ধিমান ক্রিকেটার ছিল। কোচ গম্ভীরকে দেখার আশায় থাকলাম। ভীষণই ইতিবাচক মানসিকতার মানুষ গম্ভীর।’
