আজকাল ওয়েবডেস্ক: দুর্বল হল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। মঙ্গলবার স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টি শক্তি হারায়। আপাতত সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে রয়েছে। আগামী ৬ ঘণ্টায় আরও শক্তি কমবে এবং সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৬ ঘণ্টায় শুধুমাত্র সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে অবস্থান করবে ঘূর্ণিঝড়। ‘মিগজাউম’ দুর্বল হলেও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ছত্তিশগড়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা, দক্ষিণ উপকূলবর্তী এবং দক্ষিণ ওড়িশাতে। মিগজাউমের প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। ইতিমধ্যে চেন্নাইয়ে মারা গিয়েছেন সতেরো জন। সোমবারের পর বৃষ্টি কমলেও জলমগ্ন শহরের বহু এলাকা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধ ও বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
