আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধের আবহ তৈরি হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশ ঘন ঘন হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ধরমশালায় পাকিস্তানের ড্রোন আক্রমণের জেরে মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ। শুক্রবার লখনউ বনাম আরসিবি ম্যাচ হবে কিনা তা নিয়ে নিশ্চিত খবর এখনও নেই।
 
 ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। আইপিএলের ভবিষ্যৎ হয়ত শুক্রবারই ঠিক হবে। বহু বিদেশি ক্রিকেটার এই লিগে খেলছেন। রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। এই পরিস্থিতিতে শুক্রবার ৯ মে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে, গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে। ভারতীয় ক্রিকেট বোর্ড, স্থানীয় প্রশাসন, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে তারা যোগাযোগ রাখছে।
 
 বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত ও পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। অস্ট্রেলিয়া সরকার, পাক ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলা হচ্ছে।’ 
 
 অস্ট্রেলিয়া ক্রিকেটারদের এজেন্ট জানিয়েছেন, আইপিএলে অংশ নেওয়া অধিনায়ক অজি ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজলেউড, ট্রাভিস হেড, মিচেল মার্শের মতো বড় তারকারা দেশে থাকা পরিবারের জন্য বেশ দুশ্চিন্তায় রয়েছেন।
 
 রিকি পন্টিং, ব্র্যাড হ্যাডিন, জাস্টিন ল্যাঙ্গাররা আবার কোচিং স্টাফের অন্তর্গত। আইপিএলে পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন পন্টিং ও হ্যাডিন। এছাড়া ভারতে ক্রিকেট শো আয়োজন করা দুই অস্ট্রেলিয়ান স্যাম পেরি ও ইয়ান হিগিনস সমস্ত শো বাতিল করে দেশে ফিরে আসছেন। 
 
 এই পরিস্থিতিতে আইপিএল সাময়িক স্থগিত করা হবে না অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে চিন্তা করছে বিসিসিআই। অন্য দেশে হলে আপাতত দক্ষিণ আফ্রিকা এগিয়ে দৌড়ে। 
