আজকাল ওয়েবডেস্ক:‌ যখন খেলতেন। আইপিএল মাতিয়ে রাখতেন। ২০১৩ সালে তাঁর করা ১৭৫ অপরাজিত আজও আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। কথা হচ্ছে ক্রিস গেইলের। 


আইপিএলে আরসিবি, কেকেআর আর পাঞ্জাবের হয়ে খেলেছেন গেইল। তাই ভারতীয় ক্রিকেট সম্পর্কে জানতে আর কিছু বাকি নেই গেইলের। সেই গেইলকেই যখন চলতি আইপিলে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে রেটিং করতে বলা হয়, গেইল নম্বর দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন সবটা।


গেইলের রেটিং অনুযায়ী, ‘‌ঋতুরাজ গায়কোয়াড় পাবে ৭। যশস্বী জয়েসওয়ালকে সর্বোচ্চ ৯ দিতে পারি। শুভমান গিলও দুর্দান্ত। ওকেও ৯ দিচ্ছি। অভিষেক শর্মা সুপার ট্যালেন্টেড। ওঁকে ৮ দেব। এছাড়া লোকেশ রাহুল ৮, সূর্যকুমার যাদব ৯, হার্দিক পাণ্ডিয়া ৭, শ্রেয়স আইয়ার ৮, ঋষভ পন্থ ৮ পাবে।’‌


রান না পেলেও ধোনির পাশে দাঁড়িয়েছেন গেইল। বলেছেন, ‘‌ধোনি আইপিএলের ব্র‌্যান্ড ভ্যালু। ধোনি যতদিন খেলবে ততই ভাল। ধোনিকে নিয়ে এখন অনেকেই অনেক কথা বলছেন। তবে আমার মতে, ধোনির মতো মানুষকে এরকম কথা বলবেন না। আইপিএলের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার এখনও ধোনিই।’‌


গেইল আরও যোগ করেছেন, ‘‌অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল জিতেছে। সে আইপিএল থেকে বিদায় নিলে একটা শূন্যতা তৈরি হবে। চেন্নাই ফ্রাঞ্চাইজির হয়ে ধোনির যা অবদান তা এককথায় অতুলনীয়।’‌


ব্যাট হাতে সেই ধোনিকে দেখতে না পাওয়া গেলেও উইকেটের পিছনে তিনি যে এখনও অন্যতম সেরা তা জানিয়ে গেইল বলেছেন, ‘‌ধোনির উইকেটের পিছনে দক্ষতা এখনও সেরা। খুব ক্ষীপ্র। প্রশ্ন হচ্ছে ধোনি কীভাবে খেলছে। এবং দল ধোনিকে কীভাবে ব্যবহার করছে। তাই ধোনি কত নম্বরে নামল সেটা আমার কাছে বিবেচ্য নয়।’‌