আজকাল ওয়েবডেস্ক:‌ প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‌পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি।
এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য–সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’‌ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শোক জানাতে তাঁর বাড়িতেও যান মমতা ব্যানার্জি। 



?ref_src=twsrc%5Etfw">August 8, 2024

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শোকজ্ঞাপন করে বলেছেন, ‘‌গভীরভাবে মর্মাহত। বুদ্ধদেব ভট্টাচার্যের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে তাঁর আত্মীয়–পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’‌ 


?ref_src=twsrc%5Etfw">August 8, 2024





বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেও তিনি প্রাতঃরাশ করেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা আসার আগেই তিনি মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মমতা সহ বাকি রাজনৈতিক ব্যক্তিত্বরা।