আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত তিনি বাম জমানার মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসুর উত্তরসূরি ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেও তিনি প্রাতঃরাশ করেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই তিনি প্রয়াত।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। জানা গেছে, গত তিন দিন ধরেই তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। বুধবার রাতেও চিকিৎসকরা তাঁকে দেখে যান। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি ছিল না বলেই জানা গেছে। কিন্তু আজ সকালে আচমকা সব শেষ।
গত বছর বেশ কয়েববার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঙ্কটজনক অবস্থায়। কিন্তু সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। বাড়িতে কঠোর বিধিনিষেধের মধ্যে থাকতেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দি ছিলেন তিনি। বামেদের শেষ কয়েকটি ব্রিগেড সমাবেশেও তিনি যেতে পারেননি।
২০২২ সালে তিনি পদ্মভূষণ প্রত্যাখ্যান করে শিরোনামে এসেছিলেন। ২০০০ সালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ২০০৬ সালে ২৩৫ আসনে জিতে ক্ষমতায় ফেরা মুখ্যমন্ত্রীকে পাঁচ বছর পরই পরাজয়ের মুখে পড়তে হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেও তিনি প্রাতঃরাশ করেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই তিনি প্রয়াত।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। জানা গেছে, গত তিন দিন ধরেই তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। বুধবার রাতেও চিকিৎসকরা তাঁকে দেখে যান। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি ছিল না বলেই জানা গেছে। কিন্তু আজ সকালে আচমকা সব শেষ।
গত বছর বেশ কয়েববার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঙ্কটজনক অবস্থায়। কিন্তু সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। বাড়িতে কঠোর বিধিনিষেধের মধ্যে থাকতেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দি ছিলেন তিনি। বামেদের শেষ কয়েকটি ব্রিগেড সমাবেশেও তিনি যেতে পারেননি।
২০২২ সালে তিনি পদ্মভূষণ প্রত্যাখ্যান করে শিরোনামে এসেছিলেন। ২০০০ সালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ২০০৬ সালে ২৩৫ আসনে জিতে ক্ষমতায় ফেরা মুখ্যমন্ত্রীকে পাঁচ বছর পরই পরাজয়ের মুখে পড়তে হয়।
