আজকাল ওয়েবডেস্ক: আগাম পূর্বাভাস ছাড়াই ব্যাপক রদবদল হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভায়। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমানকে বরখাস্ত করার পর পরিবর্তন আনা হয়েছে বিদেশমন্ত্রকেও। এই নিয়ে ব্রিটিশ রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। ক্যামেরুন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্যপদও ছাড়েন তিনি।  এরপর গত কয়েক বছর অনেকটা আড়ালেই ছিলেন ক্যামেরুন। তবে হঠাৎ বিদেশমন্ত্রী হিসেবে আবার প্রত্যাবর্তন করলেন তিনি। ক্যামেরুন এখন সংসদ সদস্য নন। তবে বিশেষ বিবেচনায় তাঁকে মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। বিদেশমন্ত্রী হিসেবে ক্যামেরুন জেমস ক্লিভারলির স্থলাভিষিক্ত হয়েছেন। আর ক্লিভারলিকে করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। সদ্য বরখাস্ত স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানের জায়গা নিয়েছেন তিনি।
