আজকাল ওয়েবডেস্ক: রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। বাংলাদেশ ম্যাচে চোট পেয়েছেন তিনি। একেবারে ইংল্যান্ডে ম্যাচের আগে শিবিরে যোগ দেবেন তিনি। এখন প্রশ্ন, রবিবার হার্দিকের বদলে প্রথম এগারোয় কে খেলবেন? প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলছেন, হার্দিকের বদলে আনা হোক সূর্যকুমার যাদবকে। আর শার্দূলের জায়গায় খেলানো হোক মহম্মদ সামিকে। প্রাক্তন অফস্পিনার হরভজন সিং আবার বলেছেন, হার্দিক ও শার্দূলের জায়গায় সূর্যকুমার ও সামিকে আনা হোক। হরভজন যেমন বলেই দিয়েছেন, ‘হার্দিকের বদলে সূর্যকুমার কিংবা ঈশানকে খেলানো হোক ব্যাটসম্যান হিসেবে। আর শার্দূলের জায়গায় আনা হোক মহম্মদ সামিকে।’
