আজকাল ওয়েবডেস্ক: ১৯৬৫ সালের পর কোনও নন ব্রাজিলিয়ান সেলেকাওদের দায়িত্ব নিয়েছে। ২০২৬ বিশ্বকাপ অবধি ব্রাজিল ফুটবল দলের কোচের দায়িত্ব পেয়েছেন ইতালির কার্লো অ্যানচেলোত্তি। ব্রাজিল ফুটবলে এই বিদেশি কোচ বিষয়টাই মেনে নিতে পারছেন না সেদেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। যিনি আবার ফুটবলপ্রেমী বলে পরিচিত।
ব্রাজিল প্রেসিডেন্টের কথায়, ‘সত্যি বলতে বিদেশি কোচ নিয়ে আমার কোনও সমস্যা নেই। তবে ব্রাজিলে যথেষ্ট দক্ষ কোচ রয়েছেন যাঁরা ব্রাজিল জাতীয় ফুটবল দলকে কোচিং করাতে সক্ষম।’
প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই ব্রাজিলের কোচ হিসেবে অ্যানচেলোত্তির নাম ঘোরাফেরা করছিল। অবশেষে ২০২৫ সালে তাঁকে কোচ করে আনতে সমর্থ হল ব্রাজিল ফুটবল ফেডারেশন। যদিও বরাবর লুলা এই সম্ভাব্য নিয়োগ নিয়ে সোচ্চার ছিলেন।
২০২৩ সালেই তিনি বলেছিলেন, ‘তিনি কোনওদিন ইতালির জাতীয় দলের কোচিং করাননি। কেন তিনি ইতালি ফুটবলের সমস্যা সমাধানের চেষ্টা করেন না। যেখানে ২০২২ বিশ্বকাপে যোগ্যতাঅর্জনই করতে পারেনি ইতালি।’
যদিও সেলেকাওদের দায়িত্ব নেওয়ার পর অ্যানচেলোত্তিকে দুর্দান্ত ট্যাকটিক্যাল কোচ হিসবে বর্ণনা করেছেন লুলা। বলেছেন, ‘আশা করব বিশ্বকাপে যোগ্যতাঅর্জন ও পরবর্তী বিশ্বকাপ জিততে সাহায্য করবেন অ্যানচেলোত্তি।’
আপাতত লাতিন আমেরিকা যোগ্যতাঅর্জন পর্বে ব্রাজিল আছে চারে। সেরা ছয় দল যাবে ২০২৬ বিশ্বকাপে।
