আজকাল ওয়েবডেস্ক:‌ জন্ম থেকেই নেই দু’‌হাত। উত্তরপ্রদেশের শিবম কুমার। হাত না থাকলে কী হবে। দমানো যায়নি এই কিশোরকে। ক্রিকেটের প্রতি অসম্ভব ভালবাসা থেকে হাতে তুলে নিয়েছে ক্রিকেট ব্যাট। আর এখন?‌ হাত ছাড়াই অনায়াসে চার, ছক্কা মারতে পারে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার বাসিন্দা শিবম। প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা। ভারতের বিশেষভাবে সক্ষমদের দলে তিনি একদিন খেলবেন। সেই স্বপ্নই দেখেন ২৪ বছরের শিবম। 


বয়স তখন সবে ছয়। তৈরি হয়ে যায় ক্রিকেটের প্রতি ভালবাসা। টিম ইন্ডিয়ার খেলা থাকতেই শিবম বসে পড়ত টিভির সামনে। প্রথম প্রথম ব্যাট চালাতে সমস্যা হত তাঁর। ধীরে ধীরে তা রপ্ত করে ফেলেন। বাঁ বগলে ব্যাট ধরেন শিবম। 


প্রথমে বাড়িতেই খেলতেন শিবম। কিন্তু একা একা খেলতে কারই বা ভাল লাগে। এক দিন বন্ধুদের সঙ্গে খেলার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। যা শুনে বন্ধুরা অবাক হয়েছিল। হেসেছিল। কিন্তু দমেননি শিবম। তাঁর ব্যাটিং দেখে সকলে অবাক হয়ে যান। এরপর থেকে মাঠে সকলের সঙ্গেই খেলেন তিনি।


আস্তে আস্তে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে ওঠেন শিবম। একটি ম্যাচে শেষ ওভারে ২৮ রান দরকার ছিল। শিবম ২৩ রান করেছিলেন। দল হারলেও প্রত্যেকে তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছিল। ছেলের খেলার প্রতি ভালবাসা দেখে তাঁর মা–বাবা নতুন ক্রিকেট কিট কিনে দেন। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় স্থানীয় প্রতিযোগিতা খেলতে যান শিবম। রান করেন। ভাল ক্যাচও ধরেন তিনি।


রোহিতের ভক্ত শিবম। রোহিতের খেলা মিস করেন না। রোহিতের মতো ছক্কা মারার অনুশীলন করেন। কিন্তু পুল মারতে সমস্যা হয় তাঁর। শিবমের ইচ্ছা, অন্তত একবার রোহিতের সঙ্গে দেখা করার। শিবমের কথায়, ‘কোনও দিন মনে করিনি আমার দু’হাত নেই। ছোট থেকে ক্রিকেট ভালবাসি। কোনও প্রতিবন্ধকতা আমাকে আটকাতে পারেনি। আগামী দিনেও পারবে না। দেশের হয়ে খেলবই।’‌