আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীপুজোর দিন মর্মান্তিক ঘটনা। নদীর চর থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় তরুণীর দেহ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানার সিন্ধ্রি এলাকায়। কুমারী নদীর তসরুবাকি ঘাটের পাশে নদীর চরে মৃতদেহটি পুঁতে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ঘাটের পাশে রক্তের দাগ পড়ে থাকতে দেখা যায়। তার কিছু দূরে নদীর বালি দিয়ে উঁচু করে ঢাকা দেওয়া অবস্থায় মৃতদেহটি দেখা যায়। তারপরেই বরাবাজার থানায় খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে বালি সরাতেই দেখা যায় এক তরুণীর মৃতদেহ পুঁতে রাখা রয়েছে। পুলিশের অনুমান, তরুণীর বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি খুনের ঘটনা। মৃতার পরনে জিন্সের প্যান্ট ও জামা এবং গলায় ওড়না জড়ানো অবস্থায় উদ্ধার হয় দেহটি। মৃতার পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিচয় জানতে এই রাজ্য ছাড়া পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের সমস্ত থানায় মৃতার ছবি পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খুনের আগে তরুণীর উপর শারীরিক নির্যাতন করা হয়েছিল কিনা তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
