‌আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার গভীর রাতে বিজেপি নেতা ও তাঁর ভাইয়ের বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাশীপুর–বেলগাছিয়ায়। টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট তথা স্থানীয় বিজেপি নেতা তারক দাসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর বাইক পুড়িয়ে দিয়েছে। পুড়ে গিয়েছে পাশে রাখা তারকের ভাইয়ের বাইকটিও। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অভিযোগ বুধবার রাত আড়াইটে নাগাদ টালা থানা এলাকার জেকে মিত্র রোডে দুটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, প্রতি রাতেই এই রাস্তায় পার্ক করা থাকে একাধিক বাইক। বুধবার রাতে সেখানেই পার্ক করা ছিল তারকের বাইকটিও। পাশে ছিল ভাইয়ের বাইকটি। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ আগুন ধরে যায় তারক এবং তাঁর ভাইয়ের বাইকে। টালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারক। তাঁর অভিযোগ, ২০২১ সালেও তৃণমূলের ভয়ে মাস তিনেক তাঁকে ঘরছাড়া থাকতে হয়েছিল। একটি দোকানও রয়েছে তাঁর। তারকের আশঙ্কা, সেই দোকানটিও পুড়িয়ে দেওয়া হতে পারে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।