আজকাল ওয়েবডেস্ক: প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে। সত্যিটা প্রকাশ্যে আসতে যা হল। দুই স্ত্রীই বলে বসলেন, তাঁদের চাই স্বামীকে। একাধিকবার আলোচনা, পুলিশের হস্তক্ষেপের পর উঠে এল সমাধান।
চুক্তি অনুযায়ী ওই ব্যক্তি তিনদিন থাকবেন এক স্ত্রীয়ের সঙ্গে। বাকি তিনদিন থাকবেন অপর স্ত্রীয়ের সঙ্গে। একদিন বসে তিনি ঠিক করবেন তিনি কোথায় থাকতে চান। ঘটনাটি বিহারের।
ওই ব্যক্তির প্রথম স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী নাকি স্ত্রী ও সন্তানদের দেখেন না। কোনও আর্থিক সাহায্যও করেন না। পরে তিনি জানতে পারেন যে সাত বছর আগে নাকি তাঁর স্বামী আরও এক মহিলাকে বিয়ে করেছেন।
পুলিশি জেরায় নিজের ভুল স্বীকার করেন ওই ব্যক্তি। তিনি নিজের প্রথম স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু আপত্তি জানান দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় পক্ষেও সন্তান রয়েছে ওই ব্যক্তির।
এভাবে দুটো বিয়ে যে বেআইনি তা পুলিশ জানিয়ে দিয়েছে ওই ব্যক্তিকে। ডিভোর্স ছাড়া যে দ্বিতীয় বিয়ে করা যায় না, এটা সকলেরই জানা। ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রীও জানিয়েছেন, তিনি তাঁর স্বামীর প্রথম বিয়ের কথা জানতেন না।
আপাতত ওই ব্যক্তি তিনদিন করে দুই স্ত্রীর সঙ্গে থাকছেন।
