আজকাল ওয়েবডেস্ক: এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এশিয়া কাপের ভূত এখনও যায়নি। পাকিস্তানের পেসার হ্যারিস রউফকে শাস্তি দিল আইসিসি। এশিয়া কাপে আচরণবিধি লঙ্ঘন করেছেন পাক পেসার। তাঁকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু'টি ম্যাচ তিনি নামতে পারবেন না। মঙ্গলবার হয়ে গিয়েছে প্রথম ম্যাচ। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ।
রউফ এশিয়া কাপের দু'টি ম্যাচে আইসিসি-র আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গ করেছেন রউফ।
আইসিসি-র তরফে আগে জানানো হয়েছিল, ১৪ ও ২৮ সেপ্টেম্বরের ম্যাচে ঘটনাগুলো ঘটেছে। পরে জানানো হয়, ২১ সেপ্টেম্বর সুপার ফোর ও ২৮ সেপ্টেম্বরের ফাইনালে প্রেক্ষিতে রউফকে শাস্তি দেওয়া হল।
২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে ভারতীয় দর্শকদের দিকে ‘৬-০’-এর ইশারা করেন পাক পেসার। বিমান নামানোর মতো অঙ্গভঙ্গি করেন রউফ।
ওই ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান পঞ্চাশের পরে একে ৪৭ মারার ইঙ্গিত করেন। ফারহানকে সতর্ক করা হয়। আইসিসি ডিমেরিট পয়েন্ট শাস্তি দেয়।
১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করার জন্য সূর্যকে দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তাঁর ম্যাচ ফি-র তিরিশ শতাংশ জরিমানা করা হয়।
এশিয়া কাপে একের পর এক নাটক হয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলাননি সূর্য। ফাইনালেও তাই। ফাইনালের আগে সলমন আলি আঘার সঙ্গে ফটো পর্যন্ত তোলেননি সূর্য। চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতকে ট্রফি না দিয়ে মহসিন নকভি তা নিয়ে চলে যান।
