আজকাল ওয়েবডেস্ক: 'জল জীবন মিশন' প্রকল্পে অবৈধভাবে বাড়িতে জলের সংযোগ নিয়ে জল সঞ্চয় করে রাখা হচ্ছিল। নজরে আসতেই পুলিশকে সঙ্গে নিয়ে সংযোগ কাটলেন নদিয়ার কৃষ্ণনগর-১ ব্লকের দেপাড়া পঞ্চায়েতের বিডিও। 

প্রশাসন সূত্রে খবর, 'জল জীবন মিশন' প্রকল্পে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। সেই প্রকল্প রূপায়নে বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর-১ ব্লকের দেপাড়া পঞ্চায়েত এলাকা জুড়ে শুরু হয়েছিল কাজ। বেশ কয়েকটি এলাকায় কাজ সম্পন্ন হওয়ার পর জল সরবরাহ শুরু করা হয়। দেপাড়া পঞ্চায়েতের শ্যামপুর বাজার এবং সুবর্ণবিহার এলাকায় জল সরবরাহ শুরু করা হলে দেখা যায় সব বাড়িতে পৌঁছছে না জল। 

কী কারণে এই সমস্যা তা খতিয়ে দেখতে গিয়ে জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা দেখেন কিছু বাড়িতে অবৈধভাবে পাইপলাইন থেকে ট্যাঙ্কে জল সঞ্চয় করে রাখা হচ্ছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ প্রশাসন এবং আধিকারিকদের সঙ্গে নিয়ে সুবর্ণবিহার ও শ্যামপুর বাজার এলাকার সেই সকল বাড়ির জলের সংযোগ কেটে দেন বিডিও।

এ প্রসঙ্গে বিডিও রঞ্জন সরকার বলেন, ''প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প শুরু করা হয়েছে তাতে কিছু সমস্যা দেখা দিয়েছিল। অনেকে অবৈধভাবে পাইপলাইন থেকে সংযোগ নিয়ে বাড়িতে জল সঞ্চয় করছিলেন। প্রশাসনের নজরে আসতেই পদক্ষেপ করা হয়েছে। আগামী দিনে এ রকম ঘটনা নজরে আসলে ফের পদক্ষেপ করা হবে।''