আজকাল ওয়েবডেস্ক:‌ শুভমন গিলের ‘‌নতুন ভারত’‌ স্বপ্ন দেখাচ্ছে। প্রায় তরুণ দল নিয়ে ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজ ২–২ রেখে দেশে ফিরছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের আগেই অবসর নিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্টের নতুন অধিনায়ক করা হয় শুভমন গিলকে। আর অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই হিট নেতা গিল। চারটি শতরান করেছেন। সিরিজ ড্র করে ফিরছেন। 


আর এরপরই প্রশ্ন উঠছে তাহলে এবার কি গিলকেই ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হবে। যদিও ওয়ানডেতে এখনও রয়েছেন রোহিত, বিরাটরা। তবে জানা যাচ্ছে, ২০২৭ সালের বিশ্বকাপকে মাথায় রেখে দুই মহাতারকার সঙ্গে আলোচনায় বসতে পারে বিসিসিআই।


এখন কোহলির বয়স বয়স ৩৬। রোহিত শর্মার বয়স ৩৮। ২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে চল্লিশ। তাঁর ফিটনেস নিয়ে এমনিতেই অনেক প্রশ্নচিহ্ন আছে। ফর্মেও ওঠানামা লেগে রয়েছে। অন্যদিকে বিরাটের বয়স হবে ৩৮। এখনও পর্যন্ত ফিটনেস নিয়ে সমস্যা না থাকলেও, বয়স থাবা বসাতে পারে। ফলে ২০২৭ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য তৈরি থাকবেন দুই মহাতারকা?


সেই নিয়ে রোহিত–কোহলির সঙ্গে আলোচনায় বসতে চলেছে বিসিসিআই। বোর্ডের এক সূত্র বলছে, ‘‌বিশ্বকাপের জন্য এখনও দু’বছর রয়েছে। কোহলি ও রোহিত, দুজনেই তখন ৪০–এর কাছাকাছি পৌঁছে যাবে। ফলে আমাদের এখন থেকেই পরিষ্কার পরিকল্পনা করতে হবে। কারণ আমরা শেষ বিশ্বকাপ জিতেছি ২০১১ সালে। এই সময়ের মধ্যে আমাদের নতুন প্রতিভাদের সুযোগ দিতে হবে।’‌ ওই সূত্র মারফত আরও বলা হয়েছে, ‘‌সাদা বলের ক্রিকেটে কোহলি ও রোহিত, দু’‌জনেরই অবদান অনস্বীকার্য। ওরা প্রায় সব কিছুই জিতেছে। আমরা কোনও ভাবেই ওদের উপর কিছু চাপিয়ে দেব না। কিন্তু আসন্ন ওয়ানডে চক্রের আগে সৎ ও পেশাদারভাবে আলোচনা দরকার। আমাদেরও জানতে হবে, শারীরিক ও মানসিকভাবে ওরা কোন জায়গায় আছে। তার উপর অনেক কিছু নির্ভর করবে।’‌ 
আর এরপরই প্রশ্ন উঠেছে। তাহলে কি রোহিত–কোহলির ওয়ানডে ভবিষ্যৎ এবার শেষের দিকে। টেস্টের পাশাপাশি আন্তর্জাতিক টি২০ থেকেও দুই তারকা অবসর নিয়েছেন। 

এদিকে, ওভালে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ উঠে এসেছে ভারত। সরিয়ে দিয়েছে ইংল্যান্ডকে।


শুভমন গিলের দল এখন রয়েছে তিন নম্বরে। ওভালে জিতে ১২ পয়েন্ট পেয়েছে ভারত। এই টেস্টের আগে তিনে ছিল ইংল্যান্ড। তারা নেমে গিয়েছে চারে।
ভারত এবং ইংল্যান্ড, দুটো দলের কাছেই এটা পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ ছিল। দুই দলই দুটো করে ম্যাচ জিতেছে। একটি ড্র হয়েছে। তবে লর্ডসে মন্থর ওভার রেটের কারণে আইসিসি ইংল্যান্ডের দু’পয়েন্ট কেটে নিয়েছে। তাই ভারতের নীচে চলে গিয়েছে তারা।


আপাতত পাঁচ টেস্টে ভারতের ২৮ পয়েন্ট। শতাংশের বিচারে পয়েন্ট ৪৬.৬৭। ইংল্যান্ডের ২৬ পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ ৪৩.৩৩। ওয়েস্ট ইন্ডিজকে তিনটে টেস্টেই হারানোর কারণে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের ৩৬ পয়েন্ট। পয়েন্ট শতাংশ ১০০। দ্বিতীয় শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।


পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ (পয়েন্ট শতাংশ ১৬.৬৭) এবং ওয়েস্ট ইন্ডিজ (০)। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা নতুন চক্রে এখনও কোনও টেস্ট খেলেনি।