আজকাল ওয়েবডেস্ক: মেগা নিলাম থেকে নাম তুলে নিয়েছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। ২০২৫ এর আইপিএলে নেই স্টোকস। আইপিএলের নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের আইপিএলেও খেলতে পারবেন না স্টোকস। অর্থাৎ টানা দু’বছর আইপিএলে নেই স্টোকস।
প্রসঙ্গত, এবার সৌই আরবের রিয়াধে বসবে আইপিএলের মেগা নিলামের আসর, ২৪ ও ২৫ নভেম্বর। নিলামে উঠবেন দেশি ও বিদেশি মিলিয়ে ১,৫৭৪ জন ক্রিকেটার। এই তালিকায় নেই স্টোকসের নাম। আইপিএলের গভর্নিং কাউন্সিলের নতুন নিয়ম অনুযায়ী, ‘মেগা নিলামে কোনও ক্রিকেটার নাম নথিভুক্ত না করলে পরের বছরই সেই ক্রিকেটার আইপিএল খেলতে পারবেন না।’
প্রসঙ্গত, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে ২০২৩ আইপিএলেও খেলেননি স্টোকস। যদিও ৪২ বছরে এসে প্রথমবার আইপিএলে নাম নথিভুক্ত করিয়েছেন জেমস অ্যান্ডারসন। চলতি বছরেই টেস্ট থেকে অবসর নিয়েছেন অ্যান্ডারসন। শেষ তিনি ইংল্যান্ডের হয়ে টি২০ খেলেছেন সেই ২০১৪ সালে।
