আজকাল ও‌য়েবডেস্ক:‌ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শ্রেয়স আইয়ারকে সুযোগ দেওয়া হয়নি। তার কারণ দলীপ ট্রফিতে একেবারেই রানে নেই শ্রেয়স। চার ইনিংসে করেছেন মাত্র ১০৪। শ্রেয়সকে না নিলেও তরুণ সরফরাজ, ধ্রুব জুড়েলদের দলে নেওয়া হয়েছে। ফেরানো হয়েছে ঋষভ পন্থ, লোকেশ রাহুলদের। আগামীদিনেও শ্রেয়স টেস্ট দলে সুযোগ পাবেন কিনা তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে বিসিসিআইয়ের এক কর্তার কথায়। ওই কর্তা বলেছেন, ‘‌এই মুহূর্তে টেস্ট দলে শ্রেয়সের কোনও জায়গা নেই। কার পরিবর্তে ও খেলবে?‌ বিশেষ করে দলীপ ট্রফিতে শ্রেয়সের শট নির্বাচনে অনেক গলদ ছিল। সেট হওয়ার পরেও যে শট খেলে আউট হয়েছে তা মানা যায় না। সেট হওয়ার পর সবসময় বড় রান করার দিকে নজর দিতে হয়। শ্রেয়স সেটা পারছে না।’‌ বোর্ডের অপর এক কর্তা বলেছেন, শ্রেয়সকে ঘরোয়া ক্রিকেটে আরও পরিশ্রম করতে হবে। ওই কর্তার কথায়, ‘‌শ্রেয়স আগে ইরানি ট্রফি খেলুক। আগে ইরানিকে ভাল পারফর্ম করুক। তারপর বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজে নেওয়ার কথা ভাবা হবে।’‌ প্রসঙ্গত, ইরানি কাপ শুরু হবে ১ অক্টোবর।

 


ওই বোর্ড কর্তা আরও বলেছেন, ‘‌ইরানি কাপে রান না পেলে শ্রেয়সের হাতে থাকবে রনজি ট্রফি। এটা ঘটনা ২০২৩ বিশ্বকাপে শ্রেয়স রান পেয়েছিল। তারপর চোট পেয়ে যায়। যদিও এখনও দলীপের একটা রাউন্ড বাকি রয়েছে। সেখান যে শতরান করবে না এরকম তো নয়। মোদ্দা কথা শ্রেয়সকে রানে ফিরতে হবে। তবে এটা ঘটনা, অস্ট্রেলিয়া সিরিজে সম্ভবত শ্রেয়সকে নেওয়া হবে না। কারণ শর্ট বলে সমস্যা। তবে ঘরের মাঠের সিরিজে ওর কথা ভাবলেও ভাবা হতে পারে।’‌