আজকাল ওয়েবডেস্ক:‌ একে তো ৪৬ রানে অলআউট। নিউজিল্যান্ড ২০০ রানের গন্ডি ইতিমধ্যেই পার করে ফেলেছে। হারের ভ্রুকুটি ভারতের সামনে। তার উপর দ্বিতীয় দিন উইকেটকিপিং করার সময় হাঁটুতে চোট পান ঋষভ পন্থ। বাকি সময়টা উইকেটরক্ষা করেন ধ্রুব জুড়েল। তৃতীয় দিন সকালেও ধ্রুব উইকেটকিপিং করছেন। আর পন্থ রয়েছেন বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে। বিসিসিআই শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে, তৃতীয় দিন পন্থের মাঠে নামার সম্ভাবনা নেই।
বিসিসিআই এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘‌ঋষভ পন্থ তৃতীয় দিন উইকেটকিপিং করতে পারবেন না। বোর্ডের মেডিক্যাল টিম বিষয়টি দেখভাল করছে।’‌ 
দ্বিতীয় দিন রবীন্দ্র জাদেজার একটি বল পন্থের ডান হাঁটুতে লাগে। তারপরই মাঠের বাইরে চলে যান পন্থ। উইকেটকিপিং করেন জুড়েল। 


প্রসঙ্গত, ভারতের ইনিংসে সর্বোচ্চ রান ছিল পন্থেরই। তার সংগ্রহ ছিল ২০ রান। আর গোটা দলের ৪৬। যদি তৃতীয় দিন ভারতকে ফের ব্যাট করতে নামতে হয়, সেক্ষেত্রে পন্থের দ্রুত সুস্থ হওয়াটা জরুরি। না হলে বিপদ আরও বাড়বে ভারতের।