আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ বয়কট করেছে ভারত। এমনই একটা কথা ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয় জুন মাসে মহিলাদের ইমার্জিং টিমের এশিয়া কাপ থেকেও নাকি নাম তুলে নিয়েছে ভারত। সোমবার সকালে এমন খবরে তুমুল চাঞ্চল্য তৈরি হয়। যদিও এই খবরের কোনও বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এশিয়া কাপ থেকে কি নাম প্রত্যাহার করেছে ভারত? এমন প্রশ্নকে পত্রপাঠ উড়িয়ে দিয়েছেন তিনি।
বোর্ড সচিবের কথায়, ‘একটা খবর রটেছে ভারত নাকি এশিয়া কাপ বয়কট করেছে। এমনকী বলা হচ্ছে, মহিলাদের ইমার্জিং টিমের এশিয়া কাপও নাকি ভারত খেলবে না। এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। আসন্ন এসিসি ইভেন্টগুলি নিয়ে বিসিসিআই এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি।’
তিনি আরও বলেছেন, ‘বলা হচ্ছিল, ভারতীয় বোর্ড এশিয়া কাপে না খেলার ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছিল। যা সত্য নয়। বিসিসিআই এই ধরনের কোনও চিঠি দেয়নি। এই মুহূর্তে আমরা আইপিএল এবং আগামী মাসে শুরু হতে চলা ভারত–ইংল্যান্ড সিরিজ নিয়েই ভাবছি। ভারতীয় পুরুষ দল তো বটেই, মহিলা দলও ইংল্যান্ডে সফরে যাবে জুন মাসে।’ এরপরই তিনি যোগ করেন, ‘এশিয়া কাপ নিয়ে এখনও কোনও কথাই আমাদের মধ্যে আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে যদি কোনও প্রতিবেদনে ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে কোনও খবর প্রকাশিত হয়, তাহলে সেটা গুজব। তাতে কান না দেওয়াই ভাল। বোর্ড যথাসময়ে এসিসি ইভেন্টগুলি নিয়ে ঘোষণা করবে।’
প্রসঙ্গত, চলতি বছর সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা।
