আজকাল ওয়েবডেস্ক:‌ দেশে ফিরলেই খুনের দায়ে গ্রেপ্তার হতে পারেন সাকিব আল হাসান। এরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে শাহরিয়ার নাফিস বলেছেন এই সম্ভাবনা নেই বললেই চলে। 


প্রসঙ্গত, ছাত্র বিক্ষোভের জেরে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে হাসিনা বাংলাদেশ ছেড়েছেন। আর সাকিব ছিলেন পার্লামেন্টের সদস্য। আওয়ামি লিগের হয়ে ভোটে জিতে তিনি সাংসদ হন গত জানুয়ারি মাসে। এদিকে, সাকিবের বিরুদ্ধে অভিযোগ, ঢাকায় গত মাসে হত্যার ঘটনায় ১৪৭ জন অভিযুক্তের মধ্যে সাকিবও একজন। যদিও টালমাটাল বাংলাদেশে এখনও ফেরেননি সাকিব। যখন বিক্ষোভ চলছে, তখন সাকিব কানাডায় গ্লোবাল টি২০ লিগ খেলতে ব্যস্ত ছিলেন। এরপরই তিনি চলে যান পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে। আর এখন রয়েছেন ভারতে। আর তাই শাহরিয়ার নাফিস বলেছেন, দেশের সেরা অলরাউন্ডারের আশা করি কোনও আইনি সমস্যায় পড়তে হবে না। তাঁর কথায়, ‘‌বাংলাদেশ প্রশাসনের তরফে এটা পরিস্কার করা হয়েছে সাকিবকে কোনওরকম আইনি জটিলতার মধ্যে পড়তে হবে না। অন্তর্বর্তী সরকার সাকিবের বিষয়ে সহানুভূতিশীল। চোট বা নির্বাচন সংক্রান্ত সমস্যা না হলে সাকিবের বাংলাদেশের হয়ে খেলাও আটকাবে না।’‌ 
আপাতত সাকিব ব্যস্ত ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট নিয়ে। যা শুরু হবে ২৭ সেপ্টেম্বর।