আজকাল ওয়েবডেস্ক: পাক ক্রিকেট আর বিতর্ক হাত ধরাধরি করে চলে। এমনিতেই পাক দল একেবারেই ছন্দে নেই। ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারতে হয়েছে। তার উপর প্রায়শই পাক ক্রিকেটারদের উপর ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের অভিযোগ এসে পড়ে। দল হারলেই প্রাক্তনরা এরকম অভিযোগ তুলে থাকেন। অতীতে মহম্মদ আমির, মহম্মদ আসিফ, সলমন বাটরা স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবার প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি তুললেন মারাত্মক অভিযোগ।
তাঁর কথায়, ‘যে দেশের কথা ভাবে না, তাঁকে দলে নেওয়াই ঠিক নয়। কেই যদি ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারতে চায়, তাহলে তো কিছু করার নেই। প্রমাণ চাইলে দিয়ে দেব। মনে আছে ইন্টারভিউতে রামিজ রাজাকে কী বলেছিল শোয়েব মালিক?’
আগামী বছর পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ভারত খেলতে আসবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। বাসিত আলি বলেছেন, ‘সিদ্ধান্তটা নির্ভর করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর। উনি রাজি হলেই ভারতীয় দল খেলতে আসবে। না হলে বিষয়টি আইসিসির কোর্টে যাবে। জয় শাহ এখন আইসিসি চেয়ারম্যান। সিদ্ধান্তটা তখন তাঁকেই নিতে হবে।’
