আজকাল ওয়েবডেস্ক:‌ ইউরোর নায়ক নিকো উইলিয়ামসকে পেতে ঝাঁপিয়েছে ইউরোপের বড় ক্লাবগুলি। বার্সিলোনাও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই ক্লাবের টিক টক অ্যাকাউন্টের মাধ্যমে সমর্থকরা টাকা তুলতে শুরু করেছেন। যাতে নিকো উইলিয়ামসকে সই করাতে পারে বার্সা। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে ওই অ্যাকাউন্টে টাকা দেওয়ার আবেদন জানানো হয়েছে। 


২২ বছরের অ্যাথলেটিকে বিলবাওয়ের উইঙ্গারের দর আচমকাই বেড়ে গেছে। ইউরোয় টানা সাত ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই দলের অন্যতম ভরসা ছিলেন নিকো। টুর্নামেন্টে দুটো গোল ছিল তাঁর। যার একটা ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে। বার্সা স্ট্রাইকার ইয়ামালের সঙ্গে তাঁর জুটি বিপক্ষের ঘুম কেড়ে নিয়েছিল। 



বার্সিলোনা ক্লাবের সম্প্রতি টিকটক ভিডিওয় একাধিক কমেন্ট এসেছে। যেখানে বলা হয়েছে, নিকোকে সই করানো হোক। আমরা ১০০ শতাংশ নিকোকে চাই।’‌ সমর্থকরা চাইছেন নিকো–ইয়ামাল জার্সি এবার বার্সার হয়ে কামাল করুন। তাই ডোনেশন জোগাড়ের কাজ শুরু করেছেন সমর্থকরাই।