আজকাল ওয়েবডেস্ক:‌ উইম্বলডনে মহিলা সিঙ্গলসের ফাইনালে ইতালির জেসমিন পাওলিনির প্রতিপক্ষ বারবোরা ক্রেচিকোভা। সেমিফাইনালে সপ্তম বাছাই পাওলিনি ২–৬, ৬–৪, ৭–৬ (‌১০–৮)‌ গেমে হারান ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে। প্রসঙ্গত, পাওলিনি ইতালির প্রথম মহিলা টেনিস খেলোয়াড় যিনি ওপেন এরায় উইম্বলডন ফাইনালে উঠলেন। কিছুদিন আগে ফরাসি ওপেনের ফাইনালে হেরে গিয়েছিলেন পাওলিনি। এবার তিনি উইম্বলডন ফাইনাল খেলবেন ক্রেচিকোভার বিরুদ্ধে। চতুর্থ বাছাই ও গতবারের চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনাকে তিন সেটের লড়াইয়ে হারান তিনি। খেলার ফল ৩–৬, ৬–৩, ৬–৪। দু’‌জনের কেউই এর আগে জেতেননি উইম্বলডন। ফলে এবার নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে অল ইংল্যান্ড ক্লাব।



প্রসঙ্গত, মহিলাদের উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী সেমিফাইনাল খেললেন পাওলিনি ও ভেকিচ। খেলা চলে ২ ঘণ্টা ৫১ মিনিট পর্যন্ত। এটা ঘটনা, ২০১৬ সালে সেরেনা উইলিয়ামস শেষ বার মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে একই বছরে ফরাসি ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন। এবার তা করে দেখালেন পাওলিনি। তবে এই কৃতিত্ব স্টেফি গ্রাফ (১৯৯৯), ভেনাস উইলিয়ামস (২০০২) ও জাস্টিনে এনা আর্দেনের (২০০৬) রয়েছে।