আজকাল ওয়েবডেস্ক:‌ ম্যাচের রাশ হাতে নিয়েও হারাতে হয়েছে অশ্বিন–জাদেজার দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে। এবার বড় শাস্তির মুখে বাংলাদেশে। বড়সড় জরিমানার পাশাপাশি পয়েন্ট কাটা হতে পারে শান্তদের। 


ম্যাচের কর্তৃত্ব হারানোর পাশাপাশি বাংলাদেশ নির্ধারিত সময়ে ৯০ ওভার বোলিংও করতে পারেনি। তার চেয়েও বড় কথা ৯০ ওভার তো দূরের কথা, নির্দিষ্ট সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিট খেলিয়ে বাংলাদেশের মাত্র ৮০ ওভার সম্পন্ন করা হয়েছে। নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় বড় জরিমানার মুখে পড়তে পারে বাংলাদেশ।


এর আগে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় ম্যাচ ফি’‌র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি বাংলাদেশের তিন পয়েন্ট কাটা হয়েছে। সেই ভুল আবার হল। এবার ওভার সংখ্যা আরও বেশি।


বৃহস্পতিবার বাংলাদেশ প্রথম সেশনে করেছিল মাত্র ২৩ ওভার। দ্বিতীয় সেশনে ২৫ ওভার। আর শেষ সেশনে ৩২ ওভার। যা নজর এড়ায়নি আইসিসি থেকে ধারাভাষ্যকারদের। হর্ষ ভোগলে তো বলেই দিয়েছেন, ‘‌অতিরিক্ত ৩০ ওভার পেয়েও বাংলাদেশ করেছে মাত্র ৮০ ওভার। এটা মানা যায় না।’‌ 
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারলে অতিরিক্ত প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে কাটা হবে দলের। যার ফলে চাপে পড়ে গেল বাংলাদেশ।