আজকাল ওয়েবডেস্ক: বাবর আজমকে ফের বরখাস্ত করা হতে পারে অধিনায়কের পদ থেকে। পরিবর্তে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হতে পারেন মহম্মদ রিজওয়ান।
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ হার তো রয়েছেই। তাছাড়া বাবর আজমের নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপ ও ২০২৪ টি২০ বিশ্বকাপে পাকিস্তান মুখ থুবড়ে পড়েছিল। এবার যা পরিস্থিতি সূত্রের খবর ফের বাবরকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। দায়িত্ব দেওয়া হতে পারে রিজওয়ানকে। ওই সূত্রের দাবি, রিজওয়ানকে তিন ঘরানার ক্রিকেটেই অধিনায়ক করা হতে পারে। প্রসঙ্গত, এখন টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ।
এর আগে বাবর ছিলেন সব ঘরানার ক্রিকেটে অধিনায়ক। কিন্তু আচমকাই তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিছুদিন পর আবার বাবরকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়। আর মাসুদকে লাল বলের ক্রিকেটে। এখন শোনা যাচ্ছে, সব ঘরানাতেই অধিনায়ক করা হতে পারে উইকেটরক্ষক–ব্যাটসম্যান রিজওয়ানকে।
এমনিতেই পাকিস্তানের এই পারফরম্যান্সে প্রাক্তনরা বিরক্ত। ওয়াসিম আক্রাম তো বলেই দিয়েছেন, ‘এটা জঘন্যতম হার। দল পিছিয়ে চলেছে। একজন প্রাক্তন অধিনায়ক, ক্রিকেটার ও ক্রীড়াপ্রেমী হিসেবে এটা বুঝতে পারছি না ভাল জায়গা থেকেও কীভাবে একটা দল হেরে যায়।’ আক্রামের কথায়, ‘ঘরের মাঠে ক্রমাগত হারছি। দলের মান নিয়ে প্রশ্ন উঠে গেছে।’
পাক বোর্ডে ডামাডোল তো রয়েছেই। অধিনায়ক বদল যেন মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে উঠেছে।
