আজকাল ওয়েবডেস্ক:‌ একদিকে যদি হয় বিরাট কোহলি। তো অন্যদিকে বাবর আজম। ভারত–পাক মুখোমুখি হলেই নজর থাকে এই দুই ক্রিকেটারের উপর। এখন বাবর মনে করছেন, বিরাট না থাকলে টি২০ বিশ্বকাপ জিততেই পারত না টিম ইন্ডিয়া।


একটি ইউটিউব ভিডিওয় বাবর বলেছেন, ‘‌বিরাট এই প্রজন্মের কিংবদন্তি। যখনই মাঠে নামে একই রকমের আবেগ নিয়ে খেলে। নিজের শেষ টি২০ ম্যাচেও বিপক্ষের প্রতিটা উইকেট পড়ার পরে একই ভাবে উল্লাস করেছে। গোটা বিশ্বকাপে রান পায়নি। কিন্তু ফাইনালে ঠিক খেলে দিল। বিরাটের অভাব পূরণ করা খুব কঠিন।’‌ দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এখন শুধু আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয় ভারত–পাক। বাবর বলেছেন, ‘‌বিরাটের সঙ্গে অনেক কথা হয়। ও সবসময় আমাকে সাহায্য করে। ওর কাছে অনেক কিছু শিখেছি। মাঠে নেমে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করি।’‌ প্রসঙ্গত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। কিন্তু ভারত সেখানে খেলতে যাবে কিনা নিশ্চিত নয়।’‌ ডামাডোল চলছে। এই পরিস্থিতিতে বাবর বললেন এই কথা।